November 15, 2025 2:47 pm
Welcome to our website!

ফের বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো অতীতের সব রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা এলো। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে অতীতের সব রেকর্ড ভেঙে সবোর্চ্চ দামে এই ধাতুর দর পৌঁছেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বরাবরের মতোই বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দরম বাড়ানো হয়েছে।

এখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
LinkedIn
Telegram

অন্যান্য খবর