November 15, 2025 2:47 pm
Welcome to our website!

দেবের সহ-অভিনেতা থেকে এখন মুদি দোকানদার খলনায়ক সুরজিৎ

একসময় পর্দায় ভয় দেখাতেন, এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন। নায়ক দেবের সঙ্গে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’— জনপ্রিয় এসব ছবিতে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সেই অভিনেতাকে এখন দেখা যায় কলকাতার এক মুদির দোকানে।

প্রায় পাঁচ বছর ধরে পর্দার বাইরে সুরজিৎ। জীবিকা এখন দোকানের আয়েই চলছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন, ১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করেছি, অথচ সব মিলিয়ে উপার্জন করেছি মাত্র পাঁচ লাখ টাকা। ভাবুন, কী অবস্থা ছিল!

বর্তমানে ব্যারাকপুরে একটি মুদির দোকান চালান তিনি। দোকানে আইসক্রিম, পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। এখান থেকেই চলছে সংসার। তার মা-বাবা রয়েছেন ব্যারাকপুরেই। তবে স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন অভিনেতা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
LinkedIn
Telegram

অন্যান্য খবর